কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অথৈ নামে এক নারী বাইকার আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রিয়াদ উদ্দিন (৩১) এবং একই উপজেলার মুসা মোল্লা (২৮)।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বাইকার মোটরসাইকেলযোগে মাদারীপুর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। ইসলামনগর দরগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মুসা মোল্লাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ উদ্দিন ও মুসা মোল্লা মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘাতক পিকআপটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।
আই/এ