আর্কাইভ থেকে বাংলাদেশ

৫২ লাখ ৬৩ হাজার মানুষ করোনা টিকা নিলেন

৫২ লাখ ৬৩ হাজার মানুষ করোনা টিকা নিলেন

দেশে করোনার টিকা প্রয়োগের ৪১তম দিনে এসে মোট টিকা নিলেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে ঢাকায় টিকা নিয়েছেন ৮ লাখ ২৭ হাজার ৯১২ জন। ভ্যাকসিন নিতে নিবন্ধন সংখ্যা পেরিয়ে গেছে ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জনে।

আজ রোববার (২৮ মার্চ) একদিনে ৫৮ হাজার ৪২৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, রোববার ঢাকায় ৪ হাজার ২৫৪ জন পুরুষ ও ২ হাজার ৫৮২ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪১ দিনে ঢাকায় যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৩১ হাজার ৩৮ জন, নারী ২ লাখ ৯৬ হাজার ৮৭৪ জন। এদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে ৩৩ হাজার ১৯৮ জন পুরুষ ও ২৫ হাজার ২২৬ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। সব মিলিয়ে এদিন সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে কয়েকজনের হালকা জ্বর, গায়ে ব্যথার মতো কিছু লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন ৫২ | লাখ | ৬৩ | হাজার | মানুষ | করোনা | টিকা | নিলেন