দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার পর ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা মেনেই ঐতিহাসিক লাল কেল্লা ও মেট্রোস্টেশন তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, আগামী তিন দিন (১১-১৩ নভেম্বর) নিরাপত্তাজনিত কারণে লাল কেল্লা দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিস্ফোরণস্থলের তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল (সোমবার) সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৩ জন, আহত অনেকে। এই ঘটনার পর থেকে ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর গুলোও বাড়তি নজরদারিতে রেখেছে দেশটির নিরাপত্তা সংস্থা।
এসএইচ//