জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই আদেশে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সনদ বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। জানা গেছে, এই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হবে। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করা হবে।

এদিকে, জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনই গণভোট আয়োজন হবে।

তিনি আরও বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।পদক্ষেপ সম্পর্কে ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের চলমান সংস্কার নিয়ে কারও মধ্যে মতবিরোধ নেই। সবাই সংস্কারের পক্ষে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #মো. সাহাবুদ্দিন #রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন #জুলাই সনদ