বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যুকে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, এখানে দাদাগিরির কোনো সুযোগ নেই। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ আগে দেখবে—এটাই স্বাভাবিক। কিন্তু একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার না থাকলে সেই স্বার্থ রক্ষা করা সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টনের বিষয়টিকে অগ্রাধিকার দেবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা অতীতে দেখেছি, যারা ক্ষমতায় ছিলেন তারা শুধু ভারত সফরে গিয়ে দেন-দরবার করেছেন। কিন্তু দেশের স্বার্থের কথা ভাবেননি। যে সরকারই ক্ষমতায় আসুক, তাকে দেশের স্বার্থকে সবার আগে দেখতেই হবে।’’
এমএ//