দেশজুড়ে

সিলেটে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ও পরিত্যক্ত বাসে আগুন

ছবি: সংগৃহীত

সিলেটে হাসপাতালের অ্যাম্বুলেন্স ও একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্স ও বাস দুটিই পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ও রোববার ভোরে এ ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীন চৌহাট্টা এলাকার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত। 

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলে করে এসে পার্কিংয়ে ঢোকে। এরপর তাঁদের মধ্যে দুইজন অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘হঠাৎ করে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে।’

এর প্রায় এক ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় হৃদয় পরিবহন নামে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়া হয়। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির জানান, বাসটি দীর্ঘদিন ধরে সেখানে ফেলে রাখা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #আগুন #বাসে আগুন #অ্যাম্বুলেন্সে আগুন