রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভকারীদের ফের ধাওয়া পুলিশের

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে  অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ফের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কলাবাগান মাঠের দিকে নিয়ে যান পুলিশ সদস্যরা।

এর আগে ৩২ নম্বরের সামনে পুনরায় জড়ো হন আন্দোলনকারীরা। এসময় ৩২ নম্বরের বাড়ির দিকে প্রবেশ করতে চাইলে বাঁধা দেয় পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে পুলিশ সরিয়ে দেয়।

দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুঁড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

বর্তমানে ৩২ নম্বর বাড়ি সংলগ্ন সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #৩২ নম্বর