আন্তর্জাতিক

ভিয়েতনামে আকস্মিক বন্যায় ৯০ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১২

ছবি: সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চল ও সেন্ট্রাল হাইল্যান্ডসে হঠাৎ শুরু হওয়া ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৯০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। আকস্মিক এই দুর্যোগে পুরো অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাতে আনাদোলু জানায়, বাঁধ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের হিসাবে বন্যায় এ পর্যন্ত প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাক লাক প্রদেশে, যেখানে ৬৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। উপকূলীয় ন্যা ট্রাং শহরসহ খান্‌হ হোয়া প্রদেশে মারা গেছে ১৪ জন। লাম ডং অঞ্চলে ৫ জন, জিয়া লাই-এ ৩ জন এবং হুয়ে ও দা নাং—এই দুই এলাকায় ২ জন করে প্রাণহানির খবর পাওয়া গেছে। কোয়াং ত্রি প্রদেশেও একজনের মৃত্যু হয়েছে।

বন্যায় ১,১৫৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়ক ও গ্রামীণ সড়ক ধস ও প্রবল স্রোতের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ায় যোগাযোগব্যবস্থা ঠেকেছে।

দুর্যোগের শুরুতে প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার পরিবারে এখনো সংযোগ ফিরেনি। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিং জানান, কেন্দ্রীয় অঞ্চলে বন্যা মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য ৭০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ২৬.৬ মিলিয়ন ডলার) জরুরি সহায়তা ঘোষণা করেছে।

 

এদিকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে। কর্তৃপক্ষ জানায়, পানির তোড়ে ও রোগব্যাধিতে কমপক্ষে ৩.২৪ মিলিয়ন গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিয়েতনামে #আকস্মিক #বন্যায় #৯০ #জনের #মৃত্যু #নিখোঁজ #অন্তত #১২