রাজধানী

কড়াইলে পানি সংকট, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন দ্রুতই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পর্যাপ্ত পানির উৎস না থাকায় চারদিকে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট মাঠে নেমেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তীব্র যানজটের কারণে ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আর পৌঁছানোর পর দেখা যায় পানির ঘাটতি। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানি সংকটের কারণে অতিরিক্ত পানি সরবরাহকারী ইউনিট পাঠানো হয়েছে।

তিনি বলেন,পানির অভাব থাকায় ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছে। আমাদের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।”

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তেই টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছে। যে যা পারছেন, মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।

টনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করছেন। নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিস ও পুলিশ কাউকে বস্তির ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং সবাইকে দূরে থাকার অনুরোধ করছেন।

এখনো পর্যন্ত আগুনের উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #কড়াইল #আগুন #ফায়ার সার্ভিস