অর্থনীতি

ভরিতে স্বস্তি,স্বর্ণপ্রেমীদের জন্য হালকা খুশির বার্তা

বায়ান্ন প্রতিবেদন

বাজারে স্বর্ণের ঝলক এবার একটু কম, আগের তুলনায় ভরিতে হালকা স্বস্তি। দেশের বাজারে আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৫ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ১,৩৫৩ টাকা কমানো হয়েছে সোনার দাম। মঙ্গলবার থেকে নতুন দামেই সোনা বিক্রি হচ্ছে।

নতুন সমন্বয় অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ২,০৮,১৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ১,৯৮,৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১,৭০,৩১৮ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৪১,৬৪৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং জুয়েলার্স নির্ধারিত ৬% মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন বা মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, ১৯ নভেম্বর ভরি দামে ২,৬১২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছিল ২,০৯,৫২০ টাকা। নতুন সমন্বয় সেই দাম কমিয়ে আনেছে। চলতি বছর বাজুস এখন পর্যন্ত সোনার দাম সমন্বয় করেছে ৮০ বার—৫৪ বার দাম বৃদ্ধি এবং ২৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো।

রুপার দাম এই কমানোর সমন্বয়ে অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতি ২,৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বৃদ্ধি পেয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #স্বর্ণ #গয়না