খেলাধুলা

অ্যানফিল্ডে দুঃসময়-পিএসভির কাছে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই শিরোপা জিতে আর্নে স্লটের লিভারপুল যেন বদলে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগেও ছিল দুর্দান্ত ছন্দ। কিন্তু নতুন মৌসুমে শুরু থেকেই সেই জাদু যেনো ফিকে হয়ে গেছে। লিগের মতো ইউরোপেও উল্টো পথে হাটঁছে অলরেডসরা।

বুধবার (২৬ নভেম্বর) অ্যানফিল্ডে পিএসভি ইন্দোহোভেনের কাছে ৪-১ ব্যবধানে হার সেই সংকটকে আরও প্রকট করে তুলেছে।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই পেনাল্টি থেকে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ১৬ মিনিটে সাজোবজলাইয়ের দারুণ শটে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু এতেই শেষ! দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও গোল হজম করে বসে স্লটের দল। আক্রমণে মরিয়া হয়েও ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে বসে ৩-১ এ। যোগ করা সময়ে পিএসভির চতুর্থ গোল লিভারপুলের এই লজ্জায় আরো এক মাত্রা যোগ হয়।

এই হারের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে লিভারপুল এখন ১৩ তম স্থানে। প্রিমিয়ার লিগেও তাদের অবস্থান ভালো নয়, আছে ১২ নম্বরে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পিএসভি #লিভারপুল #উয়েফা #ফুটবল