দেশজুড়ে

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তজুড়ে টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আখাউড়া ও কসবা ছাড়াও কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশেষ এই অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা শাড়ি, থ্রি-পিস, শাল, ওষুধ, কসমেটিকস, আতশবাজি, খাদ্যসামগ্রী, গরু এবং একটি কাভার্ড ভ্যানসহ নানা ধরনের পণ্য উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে শুধু শাড়ি, থ্রি-পিস ও শাল–চাদরের মূল্যই ৮১ লাখ টাকার বেশি। পাশাপাশি ভারতীয় খাদ্যসামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। এ ছাড়া মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপসহ বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।

লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। নিয়মিত নজরদারি ও অভিযানের ফলেই এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #বিজিবি #বিজিবির অভিযান #ভারতীয় পণ্য #বর্ডার গার্ড বাংলাদেশ