খেলাধুলা

অস্ট্রিয়াকে হারিয়ে পর্তুগালের বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

তিন বছর আগে কাতার বিশ্বকাপ থেকে হতাশায় ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই কাতারের মাটিতেই এবার স্বপ্নপূরণ করেছে তার দেশের কিশোর খেলোয়াড়রা। দোহারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।

ফাইনাল ম্যাচের ৩২ মিনিটে বেনফিকার স্ট্রাইকার আনিসিও কাবরালের করা একমাত্র গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারিত হয়। ম্যাচজুড়ে সুযোগ তৈরি করেও আর ফিরতে পারেনি অস্ট্রিয়া। তারাও এবারই প্রথম ফাইনাল খেলেছিল।

ইতিহাস গড়া এই সাফল্যের পর ইনস্টাগ্রামে কিশোরদের অভিনন্দন জানিয়েছেন রোনালদো। অনূর্ধ্ব-১৭ দলের ছবি শেয়ার করে লিখেছেন, “জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!”

টুর্নামেন্টজুড়ে ৭ গোল করা কাবরাল পাননি গোল্ডেন বুট; ৮ গোল করে তা জিতেছেন অস্ট্রিয়ার জোহানেস মোজের। এবারের আসর ছিল অনূর্ধ্ব-১৭ ইতিহাসের সবচেয়ে বড়; ৪৮ দলের টুর্নামেন্ট। মোট ম্যাচ হয়েছে ১০০টি। গোল হয়েছে ৩০০–এরও বেশি।

গেল জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার বিশ্বকাপও নিজেদের করে নিল পর্তুগাল। সেমিফাইনালে উঠেছিল চার ইউরোপিয়ান শক্তি; পর্তুগাল, অস্ট্রিয়া, ইতালি ও ব্রাজিল। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। অন্যদিকে সেমিতে অস্ট্রিয়া ২-০ গোলে হারায় ইতালিকে। তৃতীয় স্থান নির্ধারণীতে টাইব্রেকারে ব্রাজিল ৪-২ গোলে হারে ইতালির কাছে ।

সব মিলিয়ে এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শীর্ষ তিন দলই ইউরোপের; চ্যাম্পিয়ন পর্তুগাল, রানার্স-আপ অস্ট্রিয়া ও তৃতীয় ইতালি। আর্সেন ওয়েঙ্গারের ভাষায়, কাতার হয়ে উঠেছে “ফুটবলের স্বর্গ”।আর এ টুর্নামেন্ট বদলে দেবে ভবিষ্যতের ফুটবল।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে #অস্ট্রিয়া #পর্তুগাল #বিশ্বচ্যাম্পিয়ন