আজ থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুইদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।
তিনি জানান, পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে বন্দরে কোনো রকম আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দরের সকল প্রকার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
মুনিয়া