জাতীয়

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার পর তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য এসএসএফ সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন শুরু করে

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময় থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়ে ডিউটি করছেন, ফলে তার চিকিৎসাকালীন নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং তার মর্যাদা বিবেচনায় নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টিও মাথায় রেখে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার পাশাপাশি দেশবাসীকেও দোয়ার আহ্বান জানানো হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সাবেক প্রধানমন্ত্রী #খালেদা জিয়া #বেগম খালেদা জিয়া