জাতীয়

বাদ জুমা খালেদা জিয়ার জন্য দোয়া–প্রার্থনার আহ্বান সরকারের

ছবি: ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ অবস্থান থেকে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে।

এর একদিন আগেই, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।

 

প্রসঙ্গত, বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ নানা দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন পর দেশে ফেরেন। এরপর নিয়মিত পরীক্ষা–নিরীক্ষার অংশ হিসেবে বেশ কয়েকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া