বিনোদন

ফের বিয়ে করছেন কনা!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সম্প্রতি গায়িকা দিলশাদ নাহার কনার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্য তৈরি করেছে। ছবিতে দেখা যায়, মেহেদি হাতে সেজেছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি…’। এরপরই শুরু হয় আলোচনা—কনা কি নতুন কোনো সুখবর দিতে যাচ্ছেন? আবার কি বিয়ের প্রস্তুতি? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন।

বিষয়টি জানতে চাইলে গায়িকা রহস্য ভাঙেননি। কনা বলেন, ‘এখন কিছুই বলতে চাই না। থাকুক রহস্য, সময় হলে সবাই জানবে।’

২০১৯ সালে সাত বছর প্রেমের পর কনা বিয়ে করেছিলেন গোলাম মো. ইফতেখার গহীনকে। ছয় বছর সংসার করে এই দম্পতি বিচ্ছেদ করেন। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে এ বছর ২৫ জুন একটি আবেগঘন পোস্টে জানিয়েছিলেন।

 

এসএইচ//