বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর আগে জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে কাতারের পৃষ্ঠপোষকতায় ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং একই দিন রাত ৯টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার অনুমোদন পেয়েছিল। তবে আজ কোম্পানি স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেবিচক এই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।
রোববার (০৭ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বৈঠকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে—যেমন লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতা—উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার চেষ্টা চলছিল।
গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ভর্তি হওয়ার পর দ্রুত অবস্থা খারাপ হওয়ায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন আছেন।
এসি//