জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি  এ কথা জানান।

তিনি বলেন, প্রধান বিচারপতি তাকে সব ধরণের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। 

সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে'।

তিনি আরও বলেন, ‘উনারা (উচ্চ আদালত) ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।’

এর আগে, নির্বাচন কমিশন ভবন থেকে  সিইসি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন।  সুপ্রিম কোর্টে তাকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিইসি