আন্তর্জাতিক

‘ট্যারিফ’ বা 'শুল্ক'ই আমার প্রিয় শব্দ: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সবচেয়ে প্রিয় শব্দ হলো 'ট্যারিফ' বা 'শুল্ক'।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অভিধানের যে কোনো শব্দের চেয়ে তিনি এটিকে বেশি ভালোবাসেন।'

প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ১৮৫টি দেশ এবং অঞ্চল থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০% থেকে ৪৯% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। চলতি বছরের ৫ এপ্রিল থেকে সর্বজনীন ১০% শুল্ক কার্যকর হয় এবং ৯ এপ্রিল থেকে আলাদাভাবে বিভিন্ন  দেশের ওপর শুল্ক নির্ধারণ করেন তিনি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #সবচেয়ে প্রিয় শব্দ #ট্যারিফ #শুল্ক