রাজনীতি

হাদির ওপর হামলার উদ্দেশ্য জাতির সামনে আনতে হবে: সাদিক কায়েম

তফসিল ঘোষণার পরদিনই প্রকাশ্যে প্রার্থীকে গুলি করা খুবই অশনিসংকেতএই হামলার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতিকে জানাতে হবে। বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, পতিত ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দিতে ইতোমধ্যে নানান কর্মসূচি ও হুমকি দিচ্ছে। তাদের দেশি-বিদেশি দোষররাও আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক তা চায় না। এ অবস্থায় প্রার্থীর ওপর হামলা নির্বাচনের সুষ্ঠুতা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, হামলাকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই হামলার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতিকে জানাতে হবে

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে নির্বাচনি প্রচারণায় থাকা সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তার বাম কানের নিচে গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।

বর্তমানে তিনি ঢামেকে আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। তার মাথার ভেতরে থাকা বুলেট এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #তফসিল #প্রার্থী #নির্বাচন #ভিপি #সাদিক কায়েম #ভিপি সাদিক কায়েম #হাদি #ওসমান হাদি