রাজধানী

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ‘জমেলা টাওয়ার’ নামে পরিচিত ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের পাঠানো তথ্যে জানানো হয়েছে, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে, ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কেরানীগঞ্জে #১২ #তলা #ভবনে #ভয়াবহ #আগুন