জনদুর্ভোগ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বিছিন্ন থাকবে যেসব এলাকা

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার (১৪ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, কাজের সময়সূচি অনুযায়ী কোথাও ৩ ঘণ্টা, আবার কোথাও টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ১১ কেভি ফিডারে বিদ্যুৎ থাকবে না। এ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা এলাকা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা।

এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা—লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, রূপসা গলি, পাহাড়িকা, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বড় বাজার ও সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ #বিদ্যুৎ বিছিন্ন #সিলেট #সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড #বিপিডিবি