ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগে আজকের কণ্ঠ নামে অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জজ জেসমিন ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার অভিযোগে বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর মাসের জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটে খুনির মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
ইতোমধ্যে হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে। সেই মুহূর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহযোগীরা ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাবান প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের কণ্ঠ পত্রিকা এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে —মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি— শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা।
শুধুমাত্র বিএনপি ঘোষিত ঢাকা-৮ আসনের নির্বাচনী বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাবান প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।
আই/এ