জাতীয়

হাদিকে নিতে সাড়ে দশটায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে সিঙ্গাপুর রওনা

বায়ান্ন প্রতিবেদন

উন্নত  চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুর নেয়া হবে । সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় হাদিকে নিতে এয়ার  অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর। দুপুর দেড়টায় হাদিকে নিয়ে এয়ার এম্বুলেন্দটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করবে বলেও জানান তিনি।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। 

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শরিফ ওসমান হাদি #সিঙ্গাপুর #ইনকিলাব মঞ্চ #এয়ার অ্যাম্বুলেন্স