হজ ও ওমরাহ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
মক্কার মসজিদুল হারামে যাওয়া শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয়মূলক সেফটি ব্রেসলেট। এই ব্রেসলেটে শিশুর অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগ তথ্য লেখা থাকবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, প্রবেশের সময়ই শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্রেসলেট থেকে তথ্য নিয়ে যোগাযোগ করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হবে।
এসএইচ//