খেলাধুলা

দাবি না মানা পর্যন্ত মাঠে নামছেন না ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের ধারাবাহিক মন্তব্যে অসন্তোষ চরমে উঠেছে ক্রিকেটারদের মধ্যে। তার পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, দাবি পূরণ না হলে কোনো ম্যাচেই অংশ নেবেন না খেলোয়াড়রা।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এসব জানান। 

তিনি বলেন, “আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু অপমানেরও একটা সীমা আছে। এসব মন্তব্যে শুধু ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট কাঠামোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।”

সংবাদ সম্মেলনে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলেন, “সবাই খেলার জন্য প্রস্তুত। তবে আমাদের দাবি মানা হলেই মাঠে নামা সম্ভব।”

কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, এখনো বিসিবি সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ক্রিকেটাররা আলোচনায় বসতে আগ্রহী হলেও, দাবি পূরণ ছাড়া কর্মসূচি প্রত্যাহার করবেনা তারা বলে জানিয়েছে সংগঠনটি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিসিবি #বাংলাদেশ ক্রিকেট বোর্ড #কোয়াব