অর্থনীতি

আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের স্বর্ণবাজারে আবারও সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে জরুরি বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হবে।

তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।

এর আগে সর্বশেষ গেল ১৪ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #স্বর্ণের দাম