সরাসরি প্রার্থীতা না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে: জামায়াত

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, এবার তারা সরাসরি নারী প্রার্থী না দিলেও তাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী রয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহের বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ৫ থেকে ১৫ শতাংশ সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

তিনি বলেন, “যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়, তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত আছি এবং তখন তা বাস্তবায়নে বাধ্য থাকব।”

নির্বাচনী প্রচারণায় অনলাইন কার্যক্রম প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন একটি নতুন কৌশল, যা আগে তেমনভাবে ছিল না। নির্বাচন কমিশনের আচরণবিধি (আরপিও) যতটুকু অনুমোদন দেয়, ততটুকুই অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে।

তবে জামায়াতের মূল লক্ষ্য সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ওয়ান টু ওয়ান কন্টাক্টে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।”

দলের সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দলের ভেতর থেকে মন্ত্রী নির্বাচন করা হবে না, বরং যোগ্যতা অনুযায়ী দেশের মানুষ থেকেই মন্ত্রী নেওয়া হবে।

তিনি বলেন, “বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব নেই।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াতে ইসলামী #নায়েবে আমির #সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের #নারী প্রার্থী