নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে। জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে এসেছে ২৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১১ কোটি ১০ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, শুধু ২১ জানুয়ারিতেই প্রবাসী আয় এসেছে ১১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্যে জানা গেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৫২৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ।
ব্যাংকাররা আশা করছেন, জানুয়ারির বাকি দিনগুলোতেও প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
এদিকে, গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে ৩২২ কোটি ডলার। যা আগের মাস নভেম্বরে আসা প্রায় ২৮৯ কোটি ডলারের তুলনায় ৩৩ কোটি ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট প্রবাসী আয় ছিল ৩ হাজার ২৮২ কোটি ডলার, যা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান।
এসএইচ//