দেশজুড়ে

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে এটি অগভীর ভূমিকম্প হওয়ার সম্ভাবনাই বেশি।

সংস্থাটি আরও জানিয়েছে, কম্পনের মাত্রা তুলনামূলক কম হওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। 

এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি ভোররাতে সিলেট ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অনেকে কম্পন অনুভব করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিকম্প