দেশজুড়ে

৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ভাইয়ের মতো তোকেও গুলি করে মারবো

চট্টগ্রামে  আজিজ উদ্দিন নামে এক বিএনপি নেতাকে হুমকি দিয়েছে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ডান হাত মোবারক হোসেন ওরফে ইমনহুমকিতে বলেছেন, তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও আমি ইমন তোর ঘরে ঢুকবো। তোর অস্তিত্ব রাখবো না। তোকে মেরে ফেলবো।

রোববার (২৬ জানুয়ারি) চট্রগ্রাম বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিনের হোয়াটসঅ্যাপে এ হুমকি দেয়া হয়। আজ (২৬ জানুয়ারি) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওটি ২ মিনিট ৩০ সেকেন্ডের অডিওতে আজিজের উদ্দেশে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। প্রশাসন থেকেইবা কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলবো। তোকে মারতে আমি যাবো। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোর অস্তিত্ব রাখবো না। তোকে মারার জন্য আমি যাবো, মনে রাখিস। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলবো। তোকে মারলে কী হবে। একটি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।

হুমকির আজিজ উদ্দিন বলেন, ‘আমার ভাই সরোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর থেকেই সন্ত্রাসীরা আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে। সর্বশেষ হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারকে জানিয়েছি।

ওসি জাহিদুল কবির বলেন, ‘হুমকির বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। সন্ত্রাসী মোবারককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। সে বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকিসহ বিভিন্ন অপরাধ করে আসছে বলে পুলিশ জানতে পেরেছে। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।

গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে নিহত হন আজিজ উদ্দিন এর বড় ভাই সরোয়ার হোসেন ওরফে বাবলা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম