অর্থনীতি

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বায়ান্ন প্রতিবেদন

নতুন দিনের আলো ফোটার আগেই আবারও দেশের বাজারে স্বর্ণের দামে আঁকা হলো নতুন ইতিহাস। ক্রেতাদের জন্য বাড়ল উৎকণ্ঠা, আর বাজারে যোগ হলো নতুন রেকর্ড বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণমূল্য।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়।

দাম বাড়ানোর এই ধারায় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩১৫ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

চলতি জানুয়ারি মাসজুড়ে দফায় দফায় দাম বাড়ায় ভালো মানের এক ভরি স্বর্ণের মূল্য সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার বেশি বেড়েছে। গত ১১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাত দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো। সর্বশেষ গত রোববার এক দফা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকায় পৌঁছেছিল, যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আরেক দফা মূল্যবৃদ্ধির ঘোষণা আসে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রূপা ৪৬৭ টাকা বাড়িয়ে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপা ৪০৮ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক মাসের ব্যবধানে বারবার মূল্যবৃদ্ধিতে স্বর্ণের বাজারে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ক্রেতা ও ব্যবসায়ীদের চোখ এখন তাকিয়ে—এই ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে থামে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #ইতিহাস #দাম