রাজনীতি

প্রথমবার প্রকাশ্যে আসছে জামায়াতের নারী কর্মীরা

বায়ান্ন প্রতিবেদন

সারাদেশে নারীদের ওপর হামলা, হেনস্থা এবং কার্যক্রমে বাধার প্রতিবাদে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এই প্রতিবাদ সমাবেশ, যা দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, এটি প্রথমবারের মতো জামায়াতের নারী কর্মীরা প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

তিনি বলেন, “সারাদেশে আমাদের নারী কমীরা ভোট চাইতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। এর মধ্যে ৯টি অঞ্চলের হামলার খবর আমাদের কাছে এসেছে, তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এদিন জুবায়ের বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা, হয়রানি ও অপদস্ত করার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও নেকাব খুলতে বাধ্য করা হয়েছে, এবং অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশের ভোটারের অর্ধেক নারী। তাই নারী ভোটাররা নারীদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নারীরা নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখছেন। আমরা চাই তাদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত হোক। কিন্তু দুঃখজনকভাবে আমাদের নারী কর্মীদের ওপর মারাত্মক আচরণ করা হচ্ছে, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং মাঠে দায়িত্বপ্রাপ্তদের যথাযথ ভূমিকা পালন করার অনুরোধ করেছি।”

ডা. আব্দুল্লাহ তাহের হুঁশিয়ারি দেন, সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে জামায়াত, নারী শাখা এবং ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারী #বাংলাদেশ জামায়াতে ইসলামী #প্রতিবাদ #সমাবেশ