আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নিজের আগ্রহেই প্রথমবারের মতো চালু হওয়া এই পদ্ধতিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, “রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তিনি এবার এই পদ্ধতিতেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।”
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসে থাকা ভোটার, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
সংশোধিত তফশিল অনুযায়ী, গেল ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএ//