দেশজুড়ে

বৃদ্ধ দম্পতিকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে নিহতরা হলেন ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম। এ ঘটনায় ওই বাড়িতে আনা দুই কৃষি শ্রমিককে সন্দেহ করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে তাদের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাতি শাকিল সিকদার বলেন, গত রোববার ধানের চারা রোপণ করার জন্য শরিফ ও সুমন নামের দুই জন শ্রমিক আনা হয়। দাদার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। পরে শ্রমিকরা পায়ে ব্যথা ভালো করার জন্য দাদাকে কবিরাজি ওষুধ খেতে দেয়।

তিনি বলেন, গত রাতে দাদার ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর দাদা ও দাদি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনও এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এ সময় দাদা ও দাদিকে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় তারা

এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘ধানের চারা রোপণের জন্য দুই জন শ্রমিক আনা হয়েছিল। ভোর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এই বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনার অজ্ঞাত দুই জন শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টাঙ্গাইল