বিএনপি

একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেনএকটি রাজনৈতিক দল, যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তাদের দাবি, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন হলো- বিএনপি যদি এতোই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি?

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,  যে দল আজ বিএনপিকে এভাবে দোষারোপ করছে, সরকারের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তাদের দুই মন্ত্রীর বহাল থাকা প্রমাণ করে তারা নিজেরাই এখন মিথ্যা কথা বলছে।

তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। এরপর লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট দিয়ে শুধু চলে আসলেই হবে না; ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে।

ময়মনসিংহ অঞ্চলের জন্য বিএনপির বিশেষ অর্থনৈতিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “ময়মনসিংহের মাছের পোনা বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বিএনপির, যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়। আমরা নারীদের হাতে ফ্যামিলি কার্ডএবং কৃষকদের হাতে কৃষক কার্ডপৌঁছে দিতে চাই। কৃষকরা যাতে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন, সে জন্য অন্তত একটি ফসলের বীজ ও কীটনাশক সময়মতো তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

এর আগে বেলা ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ মঞ্চে ওঠেন তারেক রহমান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান