হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। আগের মতোই করোনা নিয়ন্ত্রণ করা হবে। এজন্য জনগণকে সহযোগিতা করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার মতোই সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে চায়। এজন্য জনগণের সহযোগিতা দরকার।
তিনি বলেন, করোনার টিকার প্রথম ডোজ নেয়ার পর জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানা ও অসচেনতার প্রভাব দেখা যাচ্ছে।