সিলেটে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বুধবার প্রশাসনের পক্ষ থেকে এ নিদের্শনা জারি করা হয়।
আজ থেকে দুই সপ্তাহের জন্য সরকারি এ নির্দেশনা অনুযায়ী সিলেটের সকল পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল বন্ধ রাখা হবে। তবে খাবার রেস্টুরেন্টেগুলো ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে বার বার সচেতন করার জন্য প্রচার-প্রচারণা চালানো হলেও সাধারণ মানুষ তা মানতে নারাজ।
প্রতিনিয়তই সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে এসে ভিড় করছে হাজার হাজার পর্যটক। যার প্রেক্ষিতে বন্ধ করা হয়েছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র।
মুনিয়া