আর্কাইভ থেকে জাতীয়

বইমেলা বিকেল ৪টা-রাত ৮টা করার দাবি প্রকাশকদের

বইমেলা বিকেল ৪টা-রাত ৮টা করার দাবি প্রকাশকদের

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয়বারের মতো বুধবার (৩১ মার্চ) বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনে বাংলা একাডেমি। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে। 

প্রকাশকদের সঙ্গে আলোচনা ছাড়াই মেলার নতুন সময়সূচি ঘোষণা করায় আজ (১ এপ্রিল) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা। তবে এই বৈঠক মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ জানান, বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে তাদের কথা হয়েছে। প্রকাশকদের তরফ থেকে বলা হয়েছে, নীতিমালা মেনে তারা মেলা শেষ করতে চান। তারপরও করোনার বিষয়টি মাথায় রেখে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার সময় নির্ধারণের জন্য তারা মহাপরিচালকের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছেন, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং নতুন সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল প্রকাশকদের জানাবেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন বইমেলা | বিকেল | ৪টারাত | ৮টা | করার | দাবি | প্রকাশকদের