আর্কাইভ থেকে দেশজুড়ে

দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার এক

দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার এক

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ উত্তম সেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের নতুন রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার উত্তম সেনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বারগুলো পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পরে তার শরীর তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। জব্দ সোনার বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তম সেন পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণের দোকান এস এন শিল্পালয়ের মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে দেয়া হয়েছে।

পলাতক সনজিৎকে ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় কোতোয়ালি থানার পিএসআই মো. আব্দুল্লাহ বাদী হয়ে উত্তম ও সনজিৎকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দেড় | কোটি | টাকার | স্বর্ণের | বারসহ | গ্রেপ্তার | এক