আর্কাইভ থেকে ইউরোপ

চরম উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক উড়োজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

চরম উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক উড়োজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে চরম উত্তেজনার মধ্যেই কিয়েভে একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৩০ উড়োজাহাজ একদল সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে কিয়েভ বিমান ঘাঁটিতে অবতরণ করে। ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য পাঠানো হয়েছে এসব সেনা ও সামরিক সরঞ্জাম।

কয়েকটি বার্তা সংস্থা জানায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভিউ শহরে মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট উড়োজাহাজ অবতরণ করেছে। এটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার-৩ মডেলের।

লকহিড সি-৫ গ্যালাক্সি উড়োজাহাজের পর গ্লোবমাস্টার-৩ উড়োজাহাজকে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় মালবাহী ও সুসজ্জিত বিমান বলে গণ্য করা হয়। যুদ্ধের সময় দ্রুতগতিতে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম বিভিন্ন অঞ্চলে পাঠানোর ক্ষেত্রে এর তুলনা নেই।

শনিবার রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, যুদ্ধের হুমকি দেওয়ার পর ইউক্রেন সীমান্তে নিজেদের কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েনও করেছে দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি আমেরিকার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে ইউক্রেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এরপর থেকেই দেশ দুটির সম্পর্কে উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে।  

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন চরম | উত্তেজনার | মধ্যে | ইউক্রেনে | সামরিক | উড়োজাহাজ | পাঠাল | যুক্তরাষ্ট্র