আর্কাইভ থেকে জাতীয়

মাঠকর্মকর্তাদের কর্মক্ষেত্র এলাকা ত্যাগ না করার নির্দেশ

মাঠকর্মকর্তাদের কর্মক্ষেত্র এলাকা ত্যাগ না করার নির্দেশ

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এলজিইডি’র মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

সে সময় তিনি কর্মকর্তাদের নিজ কর্মক্ষেত্র এলাকা ত্যাগ না করতে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাসায় থেকে কাজ করার নির্দেশ দেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এলজিইডি, ডিপিএইচইসহ স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠান দেশের সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে যেহেতু নির্মাণ কাজ করা যায় সে জন্য এটি অব্যাহত রাখতে হবে। এলজিইডি এদেশের গ্রামীণ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। যার সঙ্গে মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে।

সেজন্য জেলা ও উপজেলাসহ সকল প্রকৌশলীকে উদ্দেশ করে তিনি বলেন, উন্নয়ন কাজ বন্ধ রাখা যাবে না। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর মনিটরিং জোরদার এবং কাজের গুণগত মান নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প সময়মতো শেষ করতে সর্বস্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। 

এ সম্পর্কিত আরও পড়ুন মাঠকর্মকর্তাদের | কর্মক্ষেত্র | এলাকা | ত্যাগ | করার | নির্দেশ