আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় আরও ৬৯ জন মারা গেছেন, শনাক্ত ৬০২৮ জন

করোনায় আরও ৬৯ জন মারা গেছেন, শনাক্ত ৬০২৮ জন

করোনায় গেল ২৪ ঘণ্টায় আরও ৬৯ জন মারা গেছেন, এছাড়া ৬ হাজার ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৮৯১ জনের প্রাণহানি হলো এবং মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। 

আর গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আরও | ৬৯ | জন | মারা | গেছেন | শনাক্ত | ৬০২৮ | জন