আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। 
শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

স্থানীয় এলাকাবাসী জানান বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়ে অসন্তোষ দেখা দিলেও আজ সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিককে উত্তপ্ত দেখা যায়।

এ সময় সকালে ১০টার দিকে প্রশাসনকে দেখতে পেয়ে শ্রমিকদের মাঝে নানান গু্ঞ্জন শুরু হয়, এতে হঠাৎ করে প্রশাসন ও শ্রমিকদের মধ্যে এক সময় সংঘর্ষে রূপ নেয়। দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া পর গুলি বিনিময় হয়।

এতে বেশ কিছু শ্রমিককে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়, তবে এ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে আহতদের চট্টগ্রাম মেডিকেলে আনা হচ্ছে ও  নিহত চারজনের লাশ বাঁশখালী মেডিকেলে নেয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  মৃত অবস্থায় চারজনের লাশ উপজেলা লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এছাড়া ৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে প্রজেক্ট এলাকায় ইফতার, নামাজ সূচি নির্ধারণ, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় শ্রমিকরা। এসময় প্রজেক্টের চীনা কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডায় জড়ায় তারা। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় শ্রমিকরা পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে পুলিশের গুলিতে চারজন ঘটনাস্থলেই মারা যান।

এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক ব্যক্তি। আহতদের ৮ জনকে বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই চমেক হাসপাতালের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামের | বাঁশখালীতে | শ্রমিকপুলিশ | সংঘর্ষে | নিহত | ৪