আর্কাইভ থেকে আমদানি-রপ্তানি

কর কমানোর দাবি জানালো এফবিসিসিআই

কর কমানোর দাবি জানালো এফবিসিসিআই

করোনার অতিমারীর কারণে দেশের ব্যবসা-বাণিজ্য হুমকির তোপে পড়েছে। এমনটা জানিয়ে আগামী দুই অর্থ বছরের জন্য আগাম কর ও আয়কর কমানোর দাবি করেছে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাষ্ট্রিজ, এফবিসিসিআই। 

দুপুরে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ভার্চুয়ালী প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম এ দাবি জানান। 

এসময় প্যাকেজিং শিল্পে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচুরারর্স এ্যান্ড এক্সরপোর্টারস এসোশিয়েশন বাংলাদেশ।  বিপিজিএমইএ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এই প্রস্তাবনা তুলে ধরেন। একই সঙ্গে ড্রেজিং মেশিন আমদানি শুল্ক কমানোরও দাবি জানান জসিম উদ্দিন। জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, ব্যবসায়ীদের দাবির দিক বিবেচনা করে, কর ছাড় দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কর | কমানোর | দাবি | জানালো | এফবিসিসিআই