আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে তারাবির নামাজের সময় গুলি, নিহত আট ভাই

আফগানিস্তানে তারাবির নামাজের সময় গুলি, নিহত আট ভাই

আফগানিস্তানের পূর্ব নানগারহার প্রদেশে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের আট জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে হত্যাকাণ্ডের শিকার হয় আট ভাই।

স্থানীয় পুলিশের উদ্বৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রাদেশিক রাজধানী জালালাবাদে তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে একে টার্গেটেড হামলা মনে করা হচ্ছে। নিহত আটজনের মধ্যে পাঁচজনই নানগড়ের বাসিন্দা হাজী আবদুল ওহাবের ছেলে। বাকি তিনজন তার তিন ভাগ্নে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টলো নিউজ জানিয়েছে, নানগারহার প্রদেশের গভর্নর জাইয়ুল হক আমারখিল বলেন, ঘটনাটি তদন্তাধীন। তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা দ্রুত তদন্ত করা হবে বলে জানান গর্ভনর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নানগারহার পুলিশের মুখপাত্র ফরিদ খান। আফগানিস্তানে প্রায়ই জমি-সংক্রান্ত বিরোধ দেখা যায়। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড প্রায়ই ঘটে। এই ধরনের সমস্যা প্রজন্ম থেকে প্রজন্মে চলছে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় আফগান পরিবারগুলো।

গেল বছরের এপ্রিলে একই প্রদেশে বিতর্কিত জমি নিয়ে সশস্ত্র হামলায় নিহত হয় অন্তত ছয়জন উপজাতি। আহত হয়েছিল প্রায় ২০ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তানে | তারাবির | নামাজের | সময় | গুলি | নিহত | আট | ভাই