নারায়ণগঞ্জের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের রিমান্ড চাইবে সিআইডি। প্রাথমিক তদন্তে তার সস্পৃক্ততা পাওয়া গেছে। এ মামলায় তাকে এ্যারেস্ট দেখাবে পুলিশ। জানালেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩ টি মামলার তদন্ত করবে সিআইডি।
গেলো রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
পরে সোমবার (১৯ এপ্রিল) মোহাম্মদপুর থানায় দায়ের করা মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাতে গুরুতর জখম, চুরি, হুমকি ও ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেয়ার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।
ভিডিও..