আর্কাইভ থেকে দেশজুড়ে

ইফতার না দেয়ায় স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন জামাই

ইফতার না দেয়ায় স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন জামাই

পটুয়াখালীর কলাপাড়ায় মো. সফিক নামের এক ব্যক্তি শ্বশুরবাড়ি থেকে রমজান মাসের ইফতার না দেয়ায় ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে পিটিয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে উপজেলার নীলগঞ্জ হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন শ্বশুর আফসের আলী (৬৫), শাশুড়ি রাহিমা বেগম (৫০) ও স্ত্রী আখি বেগম (২১)।  তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

স্ত্রী আখি বেগম বলেন, গত বছর ১৫ এপ্রিল হাজিপুর গ্রামের আবু সাজিদের ছেলে সফিকের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করে সফিক ও তার পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজনের দাবি মেনে না নেয়ায় ননদের পুরান জামা-কাপড় আমাকে পরতে দিত। 

আখি আরো বলেন, বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে মৌসুমি ফল এবং শীতকালীন রুটি-পিঠা ও হাঁসের মাংস না পাঠানোর কারণেও আমাকে নির্যাতন করত। রোববার বাবার বাড়ি থেকে রমজান মাসের ইফতার না দেয়ায় আমাকে মারধর করেন সফিক। বিষয়টি আমি মা-বাবাকে জানাই।

শাশুড়ি রাহিমা বেগম বলেন, মেয়েকে মারধরের কথা শুনে স্বামীকে নিয়ে জামাইয়ে বাড়িতে গেলে বাড়িতে প্রবেশ করা মাত্রই আখির শাশুড়ি আমাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সফিক, তার বাবা-মা আমাদের চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। মেয়ে আমাদের বাঁচাতে এগিয়ে এলে সবাই মিলে তার ওপর নির্যাতন চালান।

তিনি আরো বলেন, মারধর শেষে কয়েক ঘণ্টা আমাদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। 

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা মতি সাজি বলেন, সফিক আমার আত্মীয়। তবে আমি তার এসব অন্যায়কে সমর্থন করি না। ইফতারের জন্য এমন ঘটনা ঘটিয়ে জঘন্য কাজ করেছে সফিক।

অভিযুক্ত সফিক বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আপনি আমার ভগ্নিপতির সঙ্গে কথা বলেন বলে ফোন ধরিয়ে দেন। পরে ভগ্নিপতি পটুয়াখালীর শাহিন পরিচয় দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা জানি না। খোঁজ নিয়ে দেখব। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ইফতার | দেয়ায় | স্ত্রীশ্বশুরশাশুড়িকে | পেটালেন | জামাই