আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান, আটক দুই

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান, আটক দুই

রাজশাহীতে দেশি বিদেশী কোম্পানীর নামি দামি ওষুধ তৈরি করে বাজারজাত করা নকল ওষুধ কারখানার সন্ধান মিলেছে। এসময় সেখান থেকে নামি দামি কোম্পানীর এন্টিবায়েটিক, গ্যাসের ট্যাবলেট, ওষুধ তৈরীর কাঁচামাল, একটি মেশিনসহ বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়। দুইজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাতে রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একটি চক্রকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

আটককৃতরা হলো নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে আনিছ (৪২) ও তার সহেযাগী রবিউল ইসলাম (৩২)। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটগ্রাম চন্দ্রিমা আবাসিক-১, বারিন্দ মেডিকেল কলেজের উত্তর পাশে শফিকুল ইসলাম ওরফে আনিসের বাড়ীতে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানীর মোড়কে নকল ওষুধ তৈরি করা হতো। পরে সেই নকল ওষুধ রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করে আসছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নকল ওষুধ কারখানার মূল হোতাসহ ওষুধ জব্দ করে পুলিশ। এসময় কারখানা হতে ওষুধ তৈরির মেশিন ও সরঞ্জামাদিসহ ৭০,৯৭,৩০০ টাকার বিভিন্ন ধরনের নকল ওষুধ জব্দ করা হয়।

আটক চক্রের মূলহোতা শফিকুল ইসলাম আনিস পুলিশকে জানিয়েছে, গত দুই বছরে তারা বিপুল পরিমাণ দামি ওষুধ বাজারজাত করেছে। এখনো রাজশাহীসহ দেশের বিভিন্ন বাজারে অনেক ওষুধ রয়েছে। এসব ওষুধ বাজার থেকে উত্তোলনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নগরীর ভদ্রা জামালপুর এলাকার এই নকল ওষুধ তৈরীর কারখানাটি থেকে নিয়মিত পুলিশসহ বিভিন্ন শ্রেণির লোকজন মাসোহারা আদায় করত বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে করে স্থানীয় পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ বেশি শোনা যাচ্ছে। স্থানীয় ফাঁড়ির এক কর্মকর্তাকে ম্যানেজ করে নকল ওষুধের কারখানাটি পরিচালিত হত বলেও নিশ্চিত হওয়া গেছে। এ সুযোগে স্কয়ার কোম্পানীর মতো কোম্পানীর ওষুধও নকল করে বাজারজাত করতো আনিছ চক্র।

উদ্ধার ওষুধের মধ্যে রয়েছে স্কয়ার কোম্পানির নকল সেকলো ১৮৬৪ প্যাকেট, মূল্য অনুমান-১৩,৪২,০৮০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল পাওার-৩০ (মোড়কসহ) ৭৬৯ প্যাকেট, মূল্য অনুমান-২,৬৯,১৫০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল পাওয়ার -৩০ (মোড়ছাড়া) ৫১৮৮ প্যাকেট, মূল্য অনুমান-১৮,১৫,৮০০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল পাওয়ার -৩০ (সবুজ রং) ৬৫ পাতা, মূল্য অনুমান-২২,৭৫০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল পাওয়ার-৩০ (খােলা) ১৬ কেজি, মূল্য অনুমান-১০,৬৪,০০০/-, নাভানা কোম্পানির নকল পিজোফেন ১৩৫৬ পাতা, মূল্য অনুমান-৯৪,৯২০/-, রিলায়েন্স কোম্পানির নকল ইলিক্সিম ১২৫ পাতা, মূল্য অনুমান-১৭,৫০০/-, রিলায়েন্স কোম্পানির নকল রিলাম ২২ পাতা, মূল্য অনুমান-১,১০০/-, স্কয়ার কোম্পানির নকল সেকলার খালি মোড়ক ৬ বন্ধ, মূল্য অনুমান-৩০,০০০/- ও ভেজাল ওষুধ তৈরির মেশিন বিলিস্টার। মেশিনের মূল্য অনুমান-২২,০০,০০০/-, কমপ্রেশার মেশিন মূল্য-২,৪০,০০০/-, সর্বমােট মূল্য=৭০,৯৭,৩০০/- টাকা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | নকল | ওষুধ | কারখানার | সন্ধান | আটক | দুই